দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি’র অভিযানে বেসরকারী ব্যবস্থাপনায় পরিচালনায় রকেট ট্রেন তল্লাশী করে সাড়ে ৩৫ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য এবং নেশা জাতীয় ট্যাবলেট, ইনজেকশন ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর বিজিবি সেক্টর সূত্রে প্রকাশ, মঙ্গলবার দুুপুর ১২টায় খুলনা থেকে পার্বতীপুর বেসরকারী ব্যবস্থাপনায় পরিচালনায় রকেট পরিবহন ট্রেন হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে ষ্টেশনে অবস্থান নিলে চোরাচালানীরা ওই ট্রেনে ভারতীয় পণ্য উঠাতে থাকে। বিজিবি’র টহলদল ট্রেন থেকে সাড়ে ৩৫ লক্ষ টাকা মূল্যের মশলা, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, শাড়ী কাপড়, থান কাপড়, শার্ট পিস ও খাদ্যদ্রব্য উদ্ধার করে। ট্রেন থেকে ৬ হাজার পিস ট্যাবলেট, ১০০ বোতল ফেন্সিডিল, ৮শ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করে। এসময় ভারতীয় পণ্য ও নেশা জাতীয় দ্রব্যের মালিক না থাকায় মালিক বিহীন অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে হিলি রেলওয়ে থানায় ওই ট্রেনের ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।##


(এটি/এসসি/জুন২৩,২০১৫)