বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখার হাকালুকি হাওরের বিভিন্ন বিলে মঙ্গলবার টাস্কফোর্স অভিযান চালিয়ে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এম আবু ইউসুফ, বিজিবি সুবেদার আবুল কাশেম।

জানা গেছে, হাকালুকি হাওরের বিভিন্ন বিল হতে অবৈধ কারেন্ট জাল দিয়ে প্রতিদিন পোনা মাছ নিধন হচ্ছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স হাকালুকি হাওরের দুধাই বিল, মালাম বিল ও পিংলা বিলে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা এম আবু ইউসুফ জানান, আটককৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা চত্বরে এনে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

(এলএস/পিএস/জুন ২৩, ২০১৫)