চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর সিইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হোসেন(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দুলাল আকমল আলী রোডের নাছিব কলোনীর বাসিন্দা আবদুর রহিমের সন্তান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নায়েক মো.হামিদ বলেন, ঘরের ভেতর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন দুলাল।
আশঙ্কাজন অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ওএস/পিবি/জুন ২৪,২০১৫)