আন্তর্জাতিক ডেস্ক:গবেষকরা দাবি করেছেন ,পৃথিবী ছাড়াও মহাকাশে আরও একটি জায়গায় জলাশয়ের সন্ধান মিলেছে । আর সেটি হচ্ছে, শনির চাঁদ অর্থাৎ টাইটানে। সেখানে একাধিক জলাশয় ও সমুদ্র দেখা গেছে বলে জানানো হয়েছে। ক্যাসিনি স্পেসক্রাফট ছবি তুলেছে সেই জলাশয়ের। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বিষয়টি নিয়ে গবেষণা চালাচ্ছে। পৃথিবীর সঙ্গে এর বেশকিছু মিল পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। ক্যাসিনি স্পেসক্রাফট টাইটানজুড়ে কয়েকশ মাইল বিস্তৃত এবং কয়েকশ মিটার গভীর জলাশয় চিহ্নিত করেছে।

এগুলোর শাখা-প্রশাখাও রয়েছে, আছে নদীর মতো খালও। আরও আছে বহু ছোট ছোট এবং অগভীর লেক। যেগুলোর আকৃতি গোলাকার ও কিনারা খাঁড়া। ঠিক যেমনটি দেখা যায় সমতল এলাকায়। নদীর সঙ্গে সংযোগ থাকার কারণে নয় বরং বৃষ্টিপাত এবং মাটির নিচের পানি দিয়ে এসব জলাশয় ভরাট হয় বলে ধারণা বিজ্ঞানীদের।

(ওএস/এসসি/জুন২৪,২০১৫)