শাহনাজ পারভীন :
মাগো আমি তোমার অস্ত্রধারিনী অগ্নিশিখা
মাগো আমি প্রতিজ্ঞা করেছি তোমার দুঃখ বিমোচিত করব
“মা” তুমি বলে দাওনা শুধূ কী করলে তোমার দুঃখ মুছবে?
আমি বুকের রক্ত ঢেলে দিয়ে যুদ্ধ করব
কোন শত্রুকে আমি প্রশ্রয় দেব না।

“মা” শুধু একবার বল, তোমার ব্যাথাটা কী?
আমি তরবারির কষাঘাত দিয়ে সেই ব্যাথা দূর করব।
“মা” তুমি একবার বল, কোন কষ্টে আজ তুমি কারারুদ্ধ?
আমি সাত-সমুদ্র পাড়ি দিয়ে সেই কারাগার খুলব।
মাগো আমায় বলনা তুমি?
কোন কারণে তুমি দারিদ্র বেশে ঘুরছো?
তুমি বলে দাও আজ
কে বন্ধ করেছে? তোমার স্নিগ্ধ শ্যামল হাসি?
তার বদলা নেব আমি ফাঁসি দিয়ে আজি।
যদি গো পারি মা তোমার দুঃখ ঘুচাতে
হৃদয়টা তবেই ভরবে মা গো আমার প্রাণচ্ছল হাসিতে।