দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অবদান বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায়।
এই কর্মশালা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কমান্ডার রুহুল আমিন চুন্নুর সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন টাঙ্গাইল শমসের ফকির ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শফি উদ্দিন তালুকদার। বঙ্গবন্ধুর ২৬শে মার্চ ঐতিহাসিক ভাষণের ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এ ডাকের মধ্য দিয়ে বাঙ্গালী জাতির সাথে সম্পৃক্ত হয়ে আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ উল্লেখযোগ্য।

মহান মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, রাখাইন, ময়মনসিংহের গারো, হাজং, কোচ, বানাই, উত্তর বঙ্গের সাওতাল, ওরাঁও, মুন, সিলেটের মনিপুরী, খাসিয়ারা অংশ নেয়। এদের মধ্যে শুধু গারো, হাজং, কোচ, বানাই সরাসরি প্রায় ৫’শ আদিবাসী মুক্তিযুদ্ধে অংশ নেয়। মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন মপ্রু সেইন, যোতি বিকাশ চাকমা, সাগ্রাম মাঝি, দুর্গাপুরের যোয়াকিম আশাক্রা, বিন্দুনাথ হাউই, রেভারেন্ট সুভাস সাংমা, বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী প্রমোদ মানকিন, ভারতীয় মিত্র বাহানীর ক্যাপ্টেন মুরারীকে নিয়ে বিভিন্ন আদিবাসী এলাকায় ঘুরে আদিবাসী যুবকদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে সাহস যুগিয়েছেন। অনেক আদিবাসী যুবক কোম্পানী কমান্ডার পদে দায়িত্ব পালন করেছেন এদের সংখ্যাও কম নয়। এদের মধ্যে হালুয়াঘাটের উইলিয়াম ম্রং, বিরিশিরি’র দীপক সাংমা, বান্দারবনের ইউকে চিং মারাক উল্লেখযোগ্য। রাজশাহী ও বৃহত্তর ময়মনসিংহের প্লাটুন কমান্ডার সহকারী সেকশন কমান্ডারের পদে দায়িত্ব পালন করেন বিশ্বনাথ টুডু, অভয় চাদ ওয়াও, বিশ্বনাথ হেমভ্রম, সকুলাল মুর্মু, আলবার্ট ম্রং, উইলিয়াম রুরাম, কর্নেল চিসাম, ভদ্র ম্রং সহ ২৩জন। এমনকি আদিবাসী নারী মুক্তিযোদ্ধাদের অবদান ছোট করে দেখার মতো নয়। সুনামগঞ্জের খাসিয়া নারী কাকন বিবি, সন্ধ্যা রানী সাংমা, বেরোনিকা সিমসাং প্রমুখ। ৭১ এ মুক্তিযুদ্ধে আদিবাসীদের নৃ-তাত্বিক ও সাংস্কৃতিক জীবন ধারণ নিয়ে চিন্তার গবেষণা হলেও মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে কোনো গবেষণা হয়নি। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দ্বীপক সাংমা, রেভারেন্ট ফাদার রবার্ট মানকিন, ওকিল হাজং ও ডেপুটি কমান্ডার সোহরাব উদ্দিন তালুকদার প্রমুখ।
(এনএস/পিবি/জুন ২৪,২০১৫)