লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনা সদস্য শফিকুল শেখ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কথিত স্ত্রী ববিতা খানমের মা খাদিজা বেগমের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শফিকুলের স্ত্রী মাহামুদা আক্তার সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার দুপুরে লোহাগড়া মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমার সাথে গত ২০১২ সালের ১ মে লোহাগড়ার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনা সদস্য শফিকুলের সাথে রেজিষ্ট্রি কাবিনমুলে বিয়ে হয়।

চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে নোয়াপাড়া ম্যারেজ রেজিস্টার সুলতান আহমেদ জানান, ববিতার দাবি মোতাবেক শফিকুল ও ববিতার মধ্যে বিয়ের কোন রেজিস্ট্রি তার কার্যালয়ে করা হয়নি। এরপর চেয়ারম্যান পারিবারিক আদালত হতে এই মর্মে প্রত্যায়ন দেন যে, শফিকুলের স্ত্রী হিসেবে ববিতার দাবি মিথ্যা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহামুদার ফুফু ডলি বেগম, চাচী শাশুড়ি রত্না বেগম, আ’লীগ নেতা শফিকুল আলম, আব্দুল্লাহ আল মামুন হিটলার প্রমুখ।

(আরএম/এএস/জুন ২৪, ২০১৫)