টাঙ্গাইল প্রতিনিধি : সোমবার বাসাইল উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। বাসাইল উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ১ লাখ ১৯ হাজার ৭৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৬২ হাজার ২ শ ৯১জন হচ্ছে নারী ও ৫৬হাজার ৭শত ৮৬জন পুরুষ ভোটার রয়েছে।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। উপজেলার ৪৯ টি কেন্দ্রে ২৯১টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের দীর্ঘ লাইনে দাড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে। তবে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পুলিশ-আনসারের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবির ৪টি করে টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে। এ ছাড়া বাসাইল পৌর এলাকাসহ উপজেলার ৬ টি ইউনিয়নে ৭ মোবাইল টিম নিয়োজিত রয়েছে।

নির্বাচনে বাসাইলে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

(এমএনইউ/জেএ/মে ১৯, ২০১৪)