লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার কেরোয়া ইউনিয়নের ওয়াজ উদ্দিন পুলের রাস্তার বাজারে বুধবার রাত ২ টার দিকে এ আগুন লাগে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

রায়পুর উপজেলায় ফায়ার সার্ভিসের কোন ইউনিট না থাকায় লক্ষ্মীপুর জেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই স্থানীয়রা আগুন আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এর আগেই তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল খালেক জানান, শাহআলমের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে বাজারের বাজারের কিরণ টেলিকম, বেলাল টেলিকম ও শাহআলম কনফেশনারীর দোকান পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দু’ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু নিয়ন্ত্রণের আগেই তিনটি দোকানের মূল্যবান সব মালামাল পুড়ে যায়। তবে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রথমিক ভাবে ধারণা তরা হয়েছে।

রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি রাতেই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(এম আর এস/এসসি/জানুয়ারি,২০১৫)