গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

বুধবার বিকেল ৫টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মো. এসারত আলি, সহ-সভাপতি মো. নুর-এ আলম সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দফতর সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(এমএইচএম/এএস/জুন ২৫, ২০১৫)