বান্দরবান প্রতিনিধি : বান্দরবান-রোয়াংছড়ি সড়কের পাঁচ কিলোমিটার নামক এলাকায় উচহ্লা ভান্তে কর্তৃক সাধারণ মানুষের ভোগদখলীয় জায়গা জবর দখল করে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিবাদে বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভুগিরা। আজ সকাল সাড়ে ১০টায় এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর দিলীপ বড়ুয়া, রাজপুত্র নু মং প্রু চৌধুরী, কাঠ ব্যবসায়ী নুরুল আলম প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বৌদ্ধধর্ম মতে ধর্মীয় গুরু হওয়ার কোন যোগ্যতা কথিত উচহ্লা ভান্তের নেই। তিনি ধর্মের নামে ব্যবসা শুরু করছেন। বিনয় নীতি ত্যাগ করে তিনি ভোগের নীতিতে মত্ত আছেন। রং বস্ত্র পরিধান করলে বৌদ্ধ ভিক্ষু হওয়া যায় না, লোভ লালসাহীন সত্যিকার অর্থে একজন বৌদ্ধ ভিক্ষুর ২২৭টি নিয়মনীতি পালন করতে হয়। কিন্তু উচহ্লা ভান্তে এসব নিয়মনীতির তোয়াক্কা করেন না। তিনি একজন মামলাবাজ ও ঠক চরিত্রের ভিক্ষু। পরের জায়গা জমি দখল করা তার নেশা ও পেশা। পাঁচ কিলোমিটার নামক স্থানে একটি জাদি মন্দির সৃষ্টি করে তিনি অর্ধশতাধিক পরিবারের প্রায় একশত একর জায়গা জবর দখল করে নিয়েছেন। উচহ্লা ভান্তের এক ইঞ্চি জমির বৈধ কাগজ না থাকলেও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এই জমি অবৈধ দখল করে রেখেছেন। সাংবাদিক সম্মেলনে পৌর কাউন্সিলর দিলীপ বড়–য়া জানান, উচহ্লা ভান্তে আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, ইতিমধ্যে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে ম্যাজিষ্ট্রেট, রাজপুত্র নু মং প্রু চৌধুরী, পৌর কাউন্সিলর অজিত দাশসহ অসংখ্য ভুক্তভোগীদের নাজেহাল করেছেন। ভুক্তভোগীদের বেদখল হওয়া জমি ফিরিয়ে দেয়ার জন্য সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
(এএফবি/এএস/মে ১৯, ২০১৪)