দিনাজপুর প্রতিনিধি :বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা আজ শুক্রবার ভোরে দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় গরুসহ অন্যান্য চোরাচালানপণ্য জব্দ করেছে। তবে এর সাথে জড়িত কাউকেই আটক করা যায়নি।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ও অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাপথে আসা ৯টি গরুসহ শাড়ি, স্টীল সামগ্রী, জিরা ও প্রসাধন সামগ্রী জব্দ করে।

জব্দকৃত গরুসহ চোরাচালানী পণ্যের মূল্য ১১লাখ টাকা। এছাড়াও তার অধিনায়নের দায়িত্বভার গ্রহনের এক মাসের মধ্যে তার নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কোটি টাকারও বেশি মূল্যে ফেন্সিডিলসহ অন্যান্য চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি সদস্যরা। সীমান্তে নারী ও শিশু পাচাররোধে সীমান্তবাসীকে সচেতন করাসহ বিজিবিকে সতর্ক রাখা হয়েছে।

(এজি/এসসি/জুন২৬,২০১৫)