নিউজ ডেস্ক : ফেসবুককে আরও জনমানসে ছড়িয়ে দিতে অভিনব ভাবনা কর্তৃপক্ষের। আগামী দিনে 'ফেসবুক মেসেঞ্জার' ব্যবহারের জন্য 'ফেসবুক' অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জারে অ্যাকাউন্ট খোলা যাবে। এমনটাই জানিয়েছে স্যোশাল নেটওয়ার্কিং সংস্থা ফেসবুক। ফেসবুকের মতোই এখানেও ফটো, ভিডিও শেয়ার করা যাবে। এছাড়া গ্রুপ চ্যাট, ভয়েস ও ভিডিও কলিংয়ের মতো নানা সুবিধা থাকছে।

এক্ষেত্রে আপনার শুধুমাত্র একটি মোবাইল নম্বর থাকলেই হবে। অ্যাপে ঢুকে নাম, মোবাইল নম্বর ও নিজের ছবি দিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে ‘সাইন আপ’ করা যাবে। ম্যাসেঞ্জারে ঢুকলেই প্রথম স্ক্রিনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে কিনা তা জানতে চাওয়া হবে। না থাকলে সেখানে দেওয়া অপশন অনুযায়ী চললে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই খুলে ফেলতে পারবেন ম্যাসেঞ্জার। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পেরু ও ভেনেজুয়েলার বাসিন্দারা শুধুমাত্র নাম ও ফোন নম্বর দিয়ে ফেসবুক মেসেঞ্জারের সুবিধা ভোগ করছেন। ভারত, বাংলাদেশসহ উপমহাদেশে কবে চালু হয় এই নতুন ব্যবস্থা, তাই এখন দেখার অপেক্ষা।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

(ওএস/অ/জুন ২৬, ২০১৫)