স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে একটি বাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় অপর বাসের চালকসহ কমপক্ষে আহত হয়েছে ২০ ব্যক্তি।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের চালতিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকাগামী ইলিশ পরিবহন ও মাওয়াগামী গুনগুন পরিবহনের দুটি বাসের দুখোমুখি সংষর্ষ হয়। এতে গুনগুন পরিবহনের বাসে আগুন ধরে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে গুনগুন পরিবহনের চালকসহ এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়া আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রী মারা যান। তাদের পরিচয় এখনও জানা যায়নি। অপর বাস ইলিশ পরিবহনের চালক গুরুতর আহত হলে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ওই চালকসহ ২০ যাত্রী আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার পরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুইদিকে শত শত যানবাহন আটকা পড়েছে।

(ওএস/এটিআর/মে ১৯, ২০১৪)