গোপালগঞ্জ প্রতিনিধি  :গোপালগঞ্জে বাস চাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছে। আজ শনিবার ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাড়ারগাতি নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক তারেকুল হক জানিয়েছেন,ঢাকা থেকে খুলনাগামী পর্যটক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে ওই ব্যক্তিকে চাপা দেয়। সকালে স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় এ দূঘর্টনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।


(এমএইচএম/এসসি/জুন২৭,২০১৫)