স্পোর্টস ডেস্ক : যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তবুও সব দিক বিবেচনা করে বলা যায় চন্ডিকা হাথুরুসিংহেই হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন কোচ৷ হাথুরুসিংহের বাংলাদেশে আসার বিষয়টি এখন কেবল সময়ের ব্যাপার।

কারণ বাংলাদেশে যোগ দিতেই তিনি ছেড়ে দিয়েছেন তাঁর বর্তমান দল সিডনি থান্ডার্সের চাকরি। সিডনির নিজস্ব ওয়েবসাইটেই আজ এ খবর প্রকাশ করা হয়েছে।

থান্ডারের জেনারেল ম্যানেজার নিক কামিনস তাঁর কাজের প্রশংসা ও শুভকামনা জানিয়ে বলেছেন, ‘গত মৌসুমে সিডনি থান্ডারের জন্য চন্ডিকার আত্মনিবেদন ও দায়িত্ববোধের জন্য অবশ্য ধন্যবাদ জানাই। তিনি অসাধারণ কোচ। আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে অনেক কাজের সুযোগ পেয়েছে। তাঁর প্রস্তানের পর উত্তরসূরী হিসেবে যোগ্যতম ব্যক্তিকে নিয়োগ দিতে বিশ্বব্যাপী সন্ধান চালানো হবে।’

হাথুরুসিংহের বাংলাদেশের কোচ হওয়ায় উত্ফুল্ল ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী অ্যান্ড্রু জোনস। বললেন, ‘অবশ্যই চন্ডিকার মতো কোচ হারিয়ে আমরা দুঃখিত। তবে এটি তাঁর জন্য বিরাট সুযোগ। তার দক্ষতা ও যোগ্যতার অনেক বড় স্বীকৃতি।’

(ওএস/এটিআর/মে ১৯, ২০১৪)