পঞ্চগড় প্রতিনিধি : চলতি বাজেটে দেশের সমবায় সমিতিগুলোর ওপর শতকরা ১৫ ভাগ হারে আয়কর আরোপের অর্থমন্ত্রীর প্রস্তাব প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। শনিবার এ দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পঞ্চগড় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) ও গ্রীন মাল্টিপারপাস কো-অপারেটিভ সমবায় সমিতির শতাধিক কর্মকর্তা ও সদস্য আয়কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে দুপুরে শহরের শেরে বাংলা মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বেলা ১১ টা থেকে চলা ঘন্টাব্যাপি মানববন্ধনের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পঞ্চগড় সদর উপজেলা কাল্বের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, সেক্রেটারী জহিরুল ইসলাম জহির, গ্রীনের জিএম এনামুল হক প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা ১৫ ভাগ আয়কর কার্যকর হলে সমবায়িরা নিরুৎসাহিত ও সমিতিগুলোর কার্যক্রম ঝিমিয়ে পড়ার আশংকা প্রকাশ করেন। এজন্য তারা ১৫ ভাগ শতাংশ আয়কর প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান।
(এসএবি/পিবি/জুন ২৭,২০১৫)