মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের কুলপদ্বী-চৌরাস্তা এলাকায় রবিবার দুপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় এক কৃষক মারা গেছে। এই খবর ছড়িয়ে পড়লে নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বাসটিতে ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার ‘মহিষেরচর পাকা মসজিদ’ এলাকার আজিজ ওরফে গেদু হাওলাদারের ছেলে কৃষক মান্নান হাওলাদার (৪৫) দুধ বিক্রির জন্য বাড়ি থেকে পায়ে হেটে ‘কুলপদ্বী-চৌরাস্তা’ এলাকায় যাবার পথে দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ও আত্মীয়-স্বজন শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রেখে বাসটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এএসএ/এএস/মে ১৯, ২০১৪)