স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। এই বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যে থিম সং গাওয়া হয়ে গেছে। অনেক নামি দামি শিল্পী আবার নিজ উদ্যোগে বিশ্বকাপ নিয়ে গান করছেন।

এবার তাদের দলে যোগ দিলেন গ্রেট পেলে। ফুটবল সম্রাট এবার বিশ্বকাপে হাজির হচ্ছেন গীতিকার হিসেবে।

পিটবুল-জেনিফার লোপেজ-ক্লদিয়া লেইতের নিয়ে ব্রাজিল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং এরই মধ্যে প্রকাশ হয়েছে। আরেকটি থিম সং গেয়েছেন রিকি মার্টিন। কিন্তু কোন গানই ঠিক পছন্দসই হচ্ছে না পেলের।

ফুটবল কিংবদন্তির মতে ওসব গান নাকি ঠিক ‘ব্রাজিলিয়ান নয়’। তিনি বললেন, ‘রিকি মার্টিনের গানটি শুনেছি, ভালো লাগেনি। এখন ব্রাজিলিয়ান গান প্রয়োজন।’
তার গানটি সম্পর্কে তিনি জানালেন যে, তার লেখা গানটি কোন দলকে অবজ্ঞা না করার আহ্বান জানাবে মানুষকে।

গানের কথা লেখা শেষ হয়েছে। এরই মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়েছে।

সাংবাদিকদের সামনে গানের প্রথম কলি শোনালেন, ‘এটি আমাকে অনেক সুখী করেছে, আমাকে কাঁদিয়েছে, ফুটবল আমাদের জাতির শিরায় শিরায়।’ তবে গানের প্রথম কলি গাইলেও এখনই গানের নাম প্রকাশ করতে চাননি। অবশ্য কিছুদিনের মধ্যেই প্রকাশ হতে যাচ্ছে পেলের লেখা গানটি।

(ওএস/এটিআর/মে ১৯, ২০১৪)