স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার নাসির হোসেন বেজায় চটেছেন তার ফেসবুক অনুসারীদের উপর। সম্প্রতি তার সাথে তারই বোনকে জড়িয়ে কিছু বাজে ও অশালীন মন্তব্যের জের ধরেই ক্ষেপেছেন তিনি। সেইসাথে ঘোষণাও দিয়েছেন তাকে অনুসরণ না করার!

নাসির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়ে দিয়েছেন, ‌আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না। ধন্যবাদ।

জানা যায়, গেল বৃহস্পতিবার নাসির নিজের গ্রামের বাড়ি রংপুরে যান। বিমানের ওই ভ্রমণের সঙ্গী ছিলেন তারই ছোট বোন। দুই ভাইবোনের একটি সেলফি তুলে সেটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আপ্লোড করেন নাসির। সেখানে তিনি ছবির নিচে ক্যাপশনও দেন যে ছোটবোনের সাথে সেলফি তুলেছেন তিনি। তবু বাংলাদেশি কিছু ফেসবুকার যারা কিনা নাসিরের অনুসারী, এই ছবিটি নিয়ে কুরুচিপুর্ন ও অশ্লীল ঈঙ্গিত করে মন্তব্য করতে থাকেন। এতে করে মর্মাহত হয়েছেন ক্রিকেটার নাসির। সেইসাথে হতাশা প্রকাশ করেছেন এমন জঘন্য মানসিকতার ভক্তদের জন্যও!

তাই শনিবার নিজের ফেসবুক পেজটি থেকে বোনের সাথে তোলা ছবিটি সরিয়ে নেন তিনি। এছাড়াও ‘ডোন্ট ফলো মি’ ক্যাপশনে একটি ছবি আপ্লোড করে তাকে অনুসরণ না করার জন্য অনুরোধ জানান।


উত্তরাধিকার ৭১ নিউজের পাঠকদের জন্য নাসিরের স্ট্যাটাসটি তুলে ধরা হল-

'Dear fans, I really get hurt by your comments. I posted this pic on request of my younger sister; many of you put bad comments on it. And some of them made fun posts with it. I have removed the picture. Are you happy now? I do not need fans like you. Whoever do not like me, please don’t follow me and put comments in my picture.Thank you!

আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক কষ্ট পেলাম। আমার ছোট বোনের আবদার মেটাতে তার সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম। তাই বলে আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে অনেকেই ফান পোস্টও করছেন। পোস্টটা ডিলেট করে দিলাম এখন খুশিতো? আপনাদের মত ফ্যান আমার দরকার নাই। আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না। ধন্যবাদ।'

উল্লেখ্য, এর পূর্বেও সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের ফেসবুক পেজেও এমন কুরুচিপূর্ন মন্তব্য করে তাদের ও তাদের পরিবারকে হেয় করার চেষ্টা করেন কিছু উন্মাদ-অসুস্থ ফেসবুক ব্যবহারকারী।

(ওএস/অ/জুন ২৭, ২০১৫)