বান্দরবান প্রতিনিধি : রাঙ্গামাটিতে চালু হওয়া মেডিক্যাল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থাগিতসহ জেলা পরিষদের দুর্নীতি বন্ধ করা এবং শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা পাহাড়ী ছাত্র পারিষদের নেতৃবৃন্দরা। রবিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চ চত্তরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি উবাচিং মারমা। এ সময় পিসিপি’র কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিত্যলাল চাকমাসহ  পিসিপি’র জেলা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তরা দাবি করেছেন, সরকার চুক্তি বাস্তবায়ন না করে আঞ্চলিক পরিষদের মতামত না নিয়ে একতরফাভাবে রাঙ্গামাটিতে মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তার কার্যক্রম চালু করেছে। তারা এই প্রতিষ্টানের সকল কার্যক্রম স্থগিত রাখার দাবি জানান। পাশাপাশি তিন পার্বত্য জেলা পরিষদ সমূহের সীমাহীন দুর্নীতি বন্ধসহ শিক্ষাখাতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দের জোর দাবি জানান।
(এফবি/পিবি/জুন ২৮,২০১৫)