বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদ থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী ১২ হাজার মিটার নিষিদ্ধ বেহুন্দি জাল ও প্রায় ১০ কেজি পরিমান ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সোমবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে এ জাল ও মাছের পোনা জব্দ করে। পরে বলেশ্বর পাড়েই জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী, কোস্টগার্ড শরণখোলা সিজি স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. রফিকুল ইসলাম ও সহকারী মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী জানান, এক শ্রেণির অসাধু মৎস্যজীবী গোপনে ছোট ফাঁসের নিষিদ্ধ জাল পেতে মাছের পোনা ধ্বংস করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। তবে এসব জালের মালিকদেরকে সনাক্ত করা যায়নি। জব্দকৃত জালের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে তিনি জানান।

(একে/এএস/মে ১৯, ২০১৪)