লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছে। এতের মধ্যে গুরুতর আহত ২ নারীসহ ৬ জনকে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮ টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের ভূইয়ার হাট এলাকার তালুকদার বাড়ীতে। এঘটনায় উভয় পক্ষের লোকজন মামলার প্রস্তুতি নিয়েছেন।

আহতরা হলেন, আবুল খায়ের, নুরুজ্জামান, শরিফ হোসেন, রুপা আক্তার, আনোয়ার হোসেন, রাজন হোসেন ও রাজিয়া বেগমকে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলকাবাসীরা জানান, দীর্ঘ দিন ধরে বামনী ভূইয়ার হাট এলাকার আবুল খায়ের সঙ্গে আনোয়ার হোসেনের ১৫ শতাংশ জমি নিয়ে আদালতে মামলাসহ বিরোধ চলে আসছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিরোধকৃত ওই জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রবিবার সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে আবুল খায়ের ওই জমির বাঁধ কেটে পাশে থাকা আনোয়ারের জমি পানি ছেড়ে দেয়। পানি ছাড়া নিয়ে উত্তেজিত হয়ে রাত ৮ টার দিকে আনোয়ার ও আবুল খায়েরের মধ্যে কথা কাটাকাটি হয়। এপর্যায় উভয়ের পক্ষের লোকজন জড়ো হয়ে দেশিও অস্ত্র দিয়ে সংঘর্ষ লেগে যায়। এতে উভয় পক্ষের নারীসহ ১২ জন আহত হয়।

এঘটনায় আবুল খায়ের ও আনোয়ারের সাথে কথা হলে তারা একে অপরের বিরুদ্ধে পরষ্পর বিরোধী বক্তব্য দেয়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ কামরুল হাসান বলেন, মারামারী করে আসা দু’নারীসহ ৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত সবার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সালেহ আহম্মেদ উভয় পক্ষের জমি নিয়ে বিরোধসহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রায়পুর থানার (এসআই) মো. ময়নাল হোসেন বলেন, ঘটনাটি উভয় পক্ষের লোকজন মৌখিক ভাবে জানিয়েছেন। আহতদের হাসপাতালে গিয়ে দেখে আসা হয়েছে। কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমঅারএস/এসসি/জুন২৮,২০১৫)