এমরুল হোসাইন:
নিজের ক্ষতি পরের ক্ষতি
ক্ষতি হয় যে সবারই,
ধূমপানে যে কী সুখ তা আর
আমি কি কইতে পারি!

মুখে জমে গন্ধ যে আর
ফুসফুসেতে হয় ক্যান্সার,
কী লাভ বলো ধূমপানেতে
বিবেক ঘেঁটে দাও অ্যান্সার।

সুফল যদি নাই বা থাকে
দাও না ছেড়ে আজ থেকে,
ঘৃণা করো মন থেকে সব
হটাও তাকে কাছ থেকে।