নওগাঁ প্রতিনিধি : সোমবার দুপরে বিএনপির সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পরবর্তীতে এলডিপি নেতা আলমগীর কবিরকে এক ইউএনওকে লাঞ্ছিত, মানহানী ও হুমকি-ধামকীর মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত-২এর বিচারক সোহাগ তালুকদার তাঁর আদালতে এ আদেশ প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিগত ১৯৯৬ সালে ২ নবেম্বর নওগাঁর রাণীনগর উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানকে লাঞ্ছিত ও মানহানী করা, হুমকি-ধামকী প্রদান ও সরকারী কাজে বাধা দেয়ায় নির্বাহী অফিসার বাদী হয়ে তৎকালীন সংসদ সদস্য আলমগীর কবিরসহ ৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর কবিরসহ ৪জনের নামে ১৯৯৭ সালের ১১ অক্টোবর চার্জশীট প্রদান করেন। অন্য আসামীরা হলো, নজরুল মাষ্টার, সানোয়ার হোসেন ও রুহুল আমীন। পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তিনি বিগত ২০০১-২০০৬ সাল পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও পরে শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ তারিখে তাঁর হাইকোর্টের জামিন বাতিল হলে, সোমবার আলমগীর কবির নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজেষ্ট্রেট আদালত-২ এ আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিনের আবেদন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। পরে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।
(বিএম/এএস/মে ১৯, ২০১৪)