কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের বিরোধের জের ধরে টানা তিন দিন বন্ধ থাকার পর অবশেষে সারাদেশে বাস চলাচল শুরু হয়েছে। পুলিশ সুপারের হস্তক্ষেপে মঙ্গলবার ভোর থেকে বাস চলাচল শুরু হয়। ফলে আবার ব্যস্ত হয়ে উঠেছে শহরের বাসস্ট্যান্ডগুলো।

জেলা সড়ক পরিবহন সমিতি সূত্রে জানা গেছে, লাগাতার বাস ধর্মঘট চলার সময় নাগরিক ভোগান্তির কথা চিন্তা করে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন সংকট নিরসনের উদ্যোগ নেন।

জেলা সড়ক পরিবহন সমিতির সাবেক সভাপতি আলমগীর মুরাদ রেজা জানান, সোমবার রাতে জেলা পুলিশ অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবহন মালিক ও শ্রমিক নেতারা এতে অংশ নেন। পুলিশ সুপার ঈদকে সামনে রেখে নাগরিক দুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারের জন্য উভয় পক্ষের নেতাদের অনুরোধ জানান। আলোচনার পরই বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, পুলিশ সুপারের হস্তক্ষেপে লাগাতার বাস থর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মালিকরা। মঙ্গলবার ভোর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের নির্বাচনকে সামনে রেখে শ্রমিকদের দুটি অংশ মুখোমুখি অবস্থান নেয়ে। এর জের ধরে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়ার নেতৃত্বে শ্রমিকদের একাংশ শনিবার পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এতে ক্ষুব্ধ হন পরিবহন মালিকরা।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে এবং শ্রমিক নেতা কাঞ্চনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে একই দিন বিকাল থেকে অনিদিষ্টকালের জন্য কিশোরগঞ্জের সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকদের আরেকাংশ।

(ওএস/পিবি/জুন ৩০,২০১৫