ঝালকাঠি  প্রতিনিধি : প্রায় ২২ মাস ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানাগেছে। হাসপাতালটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ফারুখ হোসেনর কাছে বিষয়টি জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, অনেক টাকা বকেয়া রয়েছে। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটির আর এম ও ডা: আহছাফুল ইসলাম রাসেল জানান সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অপারেশন, এক্সের সহ নানা কাজ বিঘ্নিত হচ্ছে।

এতে করে চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। অনুসন্ধানে জানা যায় যে, বর্তমানে হাসপাতালে ৩২ জন রোগী ভর্তি অবস্থায় আছে ও ভিতরে কোয়াটারে ১৫ টি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। নলছিটি উপজেলা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী (আর ই) মহাসিন আলী জানান, বিগত ২১-২২ মাস যাবৎ বিদ্যুৎ বিল পরিশোধ না করায় প্রায় ২২ লক্ষ টাকা বিল বকেয়া থাকায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরও জানান চলতি মাসের শুরুর দিকেও সতর্ক সংকেত হিসেবে হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এ ঘটনার আশু প্রতিকার চেয়েছেন ভর্তিকৃত রোগীরা ও তাদের স্বজনরা।
(এএম/পিবি/জুন ৩০,২০১৫)