ঝালকাঠি প্রতিনিধি  :  অসহায় প্রতিবন্ধী ভূমিহীন পরিবারের সদস্যদের ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করেছে। প্রতিবন্ধী ভূমিহীন মোঃ ফোরকান হাওলাদার আবেদনে লিখেছেন রাজাপুর উপজেলার চর কেওতার, চর শুক্তাগড় গ্রামের মোঃ জয়নাল উদ্দিন  হাওলাদার এর পুত্র।

চর শুক্তাগড় গ্রামের মোঃ জয়নাল উদ্দিন হাওলাদার ১৯৯৩ সালে ভূমি বন্দোবস্ত কেচ নং ৩৯/রাজ-৯২-৯৩ এ ফোরকান হাওলাদারের পিতা মোঃ জয়নাল উদ্দিন হাওলাদার তার নামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক হতে ভূমিহীন বন্দোবস্ত সম্পাদন হয়। তারা ঐ সম্পত্তি সরকারের কাছ থেকে কবুয়ালাতি দলিল পাইয়া অদ্যবদি ভোগ দখলে আছে। বর্তমানে মোঃ ফোরকান হাওলাদারের পিতা, মাতা মৃত্যুতে উল্লেখ্য সম্পত্তিতে ভূমিদস্যুরা জোরপূর্বক দখল নিতে দাঙ্গা হামলা গ্রুপ ব্যবহার করে ভয়ভীতি দেখায়। এবং বিবাদীরা ভুয়া দলিল করে আদালতে মামলা দায়ের করে। লিখিত অভিযোগে আরো বলা হয় বিবাদী মোঃ মোতালেব হোসেন,আদ্বুল হাই, মোঃ সহিদুল ইসলাম,টিপু হাওলাদার, রুহুল আমিন, খাইরুল ইসলাম জুয়েল,এরা অত্র এলাকার ভূমি দস্যু হিসাবে পরিচিত। তাদের ভূমি দখলে এলাকার বহু হিন্দু পরিবার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। প্রতিপক্ষরা গত ১/৬/১৫ তারিখ প্রতিবন্ধী মোঃ ফোরকান হাওলাদার বাড়ী থেকে ঝালকাঠি আসার সময় তাহার পথ রোধ করে এবং কাগজপত্র ছিনিয়ে নিয়ে বাড়ী ঘর ছেড়ে যেতে বলে। এঘটনায় মোঃ ফোরকান হাওলাদার রাজাপুর থানায় একটি সাধারণ ডায়রী করে জিডি নং ৩৬, ১/৬/১৫ তারিক। জিডি করায় তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেয়। ভূমি দখলের হাত থেকে বাঁচতে আইনানুগ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
(এএম/পিবি/জুন ৩০,২০১৫)