নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর চার ছিটমহলে জনগণনা শুরু হচ্ছে আগামী ৬ জুলাই থেকে। ১৭ জুলাই পর্যন্ত এ গণনা চলবে।

এছাড়া দুই ছিটমহলে প্রাথমিক বিদ্যালয় ও রাস্তা মেরামত এবং তিনটিতে কালভার্ট তৈরি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিডির তালিকা প্রণয়নের কাজ চলছে।

এদিকে, সরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন বেসরকারি ‍‌উন্নয়ন সংস্থাও ছিটমহলের নানা উন্নয়ন কার্যকর্মে সম্পৃক্ত হয়েছে। এরইমধ্যে প্রাথমিকভাবে স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কাজ শুরু করতে যাচ্ছে আরডিআরএস।

এছাড়াও মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়নে চারটি ছিটমহলে পাঁচটি কেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজাউল করিম জানান, ছিটমহলে বসবাসরতদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কাজ চলছে। এ সময়ের মধ্যে গণনাকারীরা ছিটের বাড়ি বাড়ি গিয়ে গণনা করবেন।

এরআগে গত ২০১১ সালের ১৫ জুলাই ভারত-বাংলাদেশের অভ্যন্তরে একযোগে ১৬২টি ছিটমহলে আদমশুমারি শুরু হয়ে ১৮ জুলাই শেষ হয়। ওই গণনায় ডিমলা উপজেলার অভ্যন্তরে চারটি ছিটমহলে ১২৭টি পরিবারে জনসংখ্যা ৫৩২ জন। এরমধ্যে পুরুষ ২৭২ জন ও নারী ২৬০ জন।

(ওএস/এএস/জুন ৩০, ২০১৫)