স্পোর্টস ডেস্ক, ঢাকা : জুভেন্টাস তিন ম্যাচ হাতে রেখে ইতালিয়ান সিরিজ ‘এ’র হ্যাটট্রিক শিরোপা জিতেছিল। এবার তারা রেকর্ড গড়ল প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টে ১০০ বা এর বেশি পয়েন্টের। রেকর্ডটা গড়তে শেষ রাউন্ডে রোববার ক্যালিয়ারিকে ৩-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নরা। তাই ৩৮ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ১০২। এই মৌসুমে ঘরের মাঠে খেলা ১৯ ম্যাচের সবকটিতে জিতেছে তারা। সব মিলিয়ে মোট ৩৩ ম্যাচ জিতেছে তারা, ড্র করেছে তিনটিতে আর হেরেছে দুইটিতে।

এদিকে, শেষ রাউন্ডে হেরে গেছে রানার্সআপ রোমা। জেনোয়ার মাঠে একমাত্র গোলে হেরেছে তারা। তবে পুরো মৌসুমে ১০০ গোলের রেকর্ড গড়ে নাপোলি ৫-১ ব্যবধানে হারিয়েছে হেলাস ভেরোনাকে।

জুভেন্টাসের রেকর্ড গড়া মৌসুমে শেষটা দু:স্বপ্নের মত হলো এসি মিলানের। সাতবারের চ্যাম্পিয়নসলিগ জয়ীরা ২-১ সোসুলোকে হারালেও বাদ পড়েছে ইউরোপা থেকে। লিভোরনোকে ২-০ গোলে হারিয়ে নাটকীয়ভাবে ইউরোপায় জায়গা করে নিয়েছে পারমা। ৩৮ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে পারমা রয়েছে ৬ নম্বরে আর ৫৭ পয়েন্ট পাওয়া মিলান ৮-এ।

(ওএস/পি/মে ১৯,২০১৪)