।।রিয়াজুল ইসলাম রিয়াজ।।








 

মা

মাগো তোমার কষ্টগুলো
আমাকে দাও তুলে
জন্ম দিয়েছো তুমি মাগো
বড় করেছো কোলে।

এতো কষ্ট করেছো মাগো
আমায় দাওনি বিন্দু
তোমার বুকেই আছে মাগো
ভালোবাসার সিন্দু।

তোমার মতো দরদি মা
আরতো কেহ নাই
হাজার কষ্টে তোমার বুকেই
শান্তি খুঁজে পাই।




সাবাস মুজিব কন্যা

এতোগুলো সিট মহলে
বইছে খুশির বন্যা
অভিনন্দন! সালাম তোমায়
সাবাস মুজিব কন্যা।

পিতার হাতে শুরু ছিল
তুমি করলে শেষ
তোমার হাতেই গড়বে জানি
স্বপ্নের বাংলাদেশ।

সমুদ্র সীমা বিজয়ের পর
ছিট মহলের জয়
উন্নয়নের নায়ক তুমি
নেই কোন সংশয়।




চারদলীয় জোট

অতীত একটা সরকার ছিল
চারদলীয় জোট
অসম্পূর্ণ ভোটার লিস্টে
জনগণের ভোট।

সূক্ষ্ম ভোটের কারচুপিতে
হারলো মানস কন্যায়
স্বাধীনতার বিরোধী সব
ভাসলো খুশির বন্যায়।

রাজাকারের হাতে মেডাম
পতাকা দেন তুলে
স্বামী নাকি মুক্তিযোদ্ধা
সকল স্মৃতি ভুলে।

মন্ত্রী হয়ে রাজাকারদের
কাটে সময় বেশ
দুঃখকষ্টে মুক্তিযোদ্ধা
কলংকিতে দেশ।




আক্ষেপ

শুনেছি আমি হর-হামেসা
মুরব্বিরা কয়
সহজলভ্য কোন কিছুই
মূল্যায়িত নয়।

হোকনা সেটা মানুষ কিংবা
অন্য কোন জিনিস
না দিয়ে তার সঠিক মূল্য
সময় করে ফিনিস।

সম্ভিক ফিরে আসলে তবে
আক্ষেপ করে হায়
হেলায় হারায় মানিক রতন
আর কি ফিরে পায়।