মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নতুন কোন করারোপ ছাড়াই মনোহরদী পৌরসভার ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

৩০ জুন দুপুরে পৌরসভা সন্মেলন কক্ষে মেয়র মো. আলফাজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে ১০ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ৯৫৩ টাকার বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ২ কোটি ২০ লাখ ৭২ হাজার ৪৯ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয় ১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। উন্নয়ন খাতে আয় ৮ কোটি ১৩ লাখ ৮৪ হাজার ৯০৪ টাকা, উন্নয়ন খাতে ব্যয় ৮ কোটি। সর্বমোট ব্যয় ধরা হয়, ৯ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৫০০। রাজস্ব উদ্বৃত্ত ৩৭ লাখ ৯৭ হাজার ৪৫৩ টাকা।

এ সময় পৌরসভার সহকারী প্রৌকশলী সবুজ কাজী, সচিব মো. মোবারক হোসেন, হিসাব রক্ষক কামরুন্নাহার, পেনেল মেয়র বেলায়েত হোসেন বাদল, কাউন্সিলর মো. বাবুল মাঝি, মো. মাসুদ রানা, রেণু মিয়া, হান্নান মিয়া, শাহনাজ বেগম, মুন্নী আক্তারসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমএএইচ/পিএস/জুন ৩০, ২০১৫)