চট্টগ্রাম প্রতিনিধি : নগরী ও জেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে ৫১জন আহত হয়েছেন। মঙ্গলবার এ আক্রমণের শিকার হন তারা। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কুকুরের কামড়ে আহতরা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে মঙ্গলবার ১৮জন এবং বুধবার ৩৩জন চিকিৎসা নেন।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. ধৃতিমান পাল বাংলানিউজকে বলেন, বুধবার বেলা ১২টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৫১জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা নগরী ও উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী করণীয় সম্পর্কে বলে দেওয়া হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার নগরীর কোতোয়ালী, সদরঘাট, উত্তর নালা পাড়া, পূর্ব বাকলিয়া, বায়জিদ, আগ্রাবাদ, বহদ্দারহাট, নন্দনকানন, জুবলী রোড, রহমতগঞ্জ ও পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। ১৮জন মঙ্গলবার চিকিতসা নিলেও বাকি ৩৩জন নিয়েছেন বুধবার।

(ওএস/পিবি/ জুলাই ০১, ২০১৫ )