বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে ৩ হাজার পিস ইয়াবাসহ ওয়ানাসারা (৩৩) নামে এক বৌদ্ধভিক্ষুকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা শহরের গোরস্থান মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে একটি গোয়েন্দা সংস্থার লোকজন।

আটক ভিক্ষু ওয়ানাসারা লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বাসিন্দা থুই শৈ ওয়ার ছেলে।

গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্সের (এনএসআই) এর উপ পরিচালক মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্রেতা সেজে ফাঁদ পেতে এই ভিক্ষুকে লামা উপজেলার গজালিয়া থেকে বান্দরবানে ডেকে আনা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ভিক্ষু লামার গজালিয়া ইউনিয়নের কম্বোনিয়া এলাকার একটি বৌদ্ধ বিহারে থাকেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।


(ওএস/পিবি/জুন ০১,২০১৫)