স্পোর্টস ডেস্ক, ঢাকা : বার্সেলোনা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার কাছে শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করতে যাচ্ছে। বৃহস্পতিবার কাতালন ক্লাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্তোমিউ এক ঘোষণায় এ রকম আভাস দিয়েছেন।

বার্সেলোনা বুধবার এক বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছিল, আগামী দুটি ট্রান্সফার উইন্ডোতে কোনো ফুটবলার সই করাতে পারবে না। কারণ, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত দশ জন আপ্রাপ্ত বয়স্ক ফুটবলার ক্রয় করে বিধি ভঙ্গ করেছে কাতালন ক্লাবটি। এজন্য বড় অঙ্কের জরিমানাও করা হয় তাদের।


বৃহস্পতিবার এরই প্রেক্ষিতে কাতালন ক্লাবটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এরকম কঠিন শাস্তি পুনর্বিবেচনা করার জন্য আমরা আবেদন করবো। প্রয়োজন হলো কোর্ট অব আরব্রিটেশন ফর স্পোর্টসে (সিবিএস) আবার গোটা ব্যাপারটা পর্যালোচিত হতে পারে।’


আপ্রাপ্ত বয়স্ক ফুটবলারদের সই করানোয় বার্সার ওপর নিষেধাজ্ঞার এই খঁড়গ নামে। কিন্তু বার্সার ওয়েবসাইটে নিজেদের পক্ষে বেশ কিছু যুক্তিও দাঁড় করিয়েছে তারা। বিখ্যাত লা মাসিয়া ফুটবল অ্যাকাডেমিতে ফুটবল শিক্ষার পাশাপাশি লেখাপড়া শেখানোর বিষয়টি ফিফা এড়িয়ে গেছে বলে ওই ক্লাব কর্মকর্তারা দাবি তুলেছে।

(ওএস/পি/এপ্রিল ০৪,২০১৪)