লালমনিরহাট প্রতিনিধি : তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের একটি চরে আটকে পড়া ৩০ বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের ফেরত পাঠায় তারা।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ওই ৩০ জন বুধবার সারাদিন দহগ্রাম-আঙ্গরপোতার ওপর দিয়ে বয়ে চলা তিস্তার বুকে জেগে ওঠা কাদের চরে কৃষি কাজ করছিলেন। এসময় হঠাৎ তিস্তার পানি বেড়ে গেলে চরে আটকা পড়েন তারা। তাদের পূর্বে তিস্তার প্রচণ্ড স্রোত, আর পশ্চিম দিকে ভারত। কোনো দিকেই যাওয়া সম্ভব ছিলনা। এ চরম বিপদ দেখে বিএসএফের কুচবিহার-২২ ব্যাটালিয়নের চাঁদনী কাম্পের জোয়ানরা ৩০ বাংলাদেশি কৃষককে নিজেদের ক্যাম্পে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে তাদের ক্যাম্পে আশ্রয় নেন তারা।

ফিরে আসা কৃষক হজরত আলী, জহুরুল ইসলাম, সাধু হোসেন, আলীম হোসেন ও ইউসুফ মিয়া জানান, বিএসএফ সদস্যরা তাদের রোজা রাখার জন্য রাতে খাবার রান্না করে। এভাবে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করায় তারা বিএসএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লালমনিরহাট-১৫ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


(ওএস/পিবি/জুলাই ০২,২০১৫)