কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের হোসেনপুরে একাদশ শ্রেণীতে ভর্তি  চলছে ইন্টারনেট কপি দিয়ে। এসএসসি/সমমান পরীক্ষার ফল প্রকাশের দীর্ঘ একমাসের পেরিয়ে গেলেও একাদশ শ্রেনীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্ট (নম্বরপত্র) না পাওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ এসএসসির ট্রান্সক্রিপ্ট হাতে পেলেও তা ভুলের কারণে সংশ্লিষ্ট বোর্ডে ফেরত দিতে হয়েছে।

এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এখনও ট্রান্সক্রিপ্ট শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। কলেজ কর্তৃপক্ষ মূল ট্রান্সক্রিপ্ট ছাড়াই শুধু ইন্টারনেট থেকে পাওয়া ট্রান্সক্রিপ্ট ও প্রতিষ্ঠানের ছাড় পত্র দিয়েই পুরোদমে চালিয়ে যাচ্ছেন ভর্তি কার্যক্রম। অপর দিকে ইন্টারনেটের মাধ্যমে একাদশ শ্রেণিতে আবেদন করায় অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন।

উপজেলা সদরের আড়াইবাড়িয়া গ্রামের মরিয়ম আক্তার জানান, সে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করে কিন্তু ভর্তি ফলাফলে মানবিক বিভাগের তালিকায় নাম এসেছে।



(পিকেএস/এসসি/জুলাই০২,২০১৫)