রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে দাওয়াতের নামে শিবিরের ফান্ডে জাকাতের অর্থ উত্তোলন ও  জঙ্গীবাদ উস্কে দেয়ার অভিযোগে দুই শিবিরকর্মীকে গণধোলাই দিয়ে ছেড়ে দিয়েছে কলেজ শিক্ষার্থীরা। তারা হল-কলেজ শাখা শিবিরের সভাপতি ও পৌর শহরের বেচু মিয়ার ছেলে মোবারক ও তার অজ্ঞাত এক সহযোগী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রায়পুর সরকারি কলেজ ক্যাম্পাসে ঘটেছে এঘটনা।

জানাজায়, সকাল ১০টার দিকে কলেজ শিবির সভাপতি একটি হোন্ডাযোগে বহিরাগত এক সহযোগীসহ ক্যাম্পাসে প্রবেশ করে শিবিরের ফান্ডে জাকাতের অর্থ প্রদানে সাধারণ শিক্ষার্থীদের প্ররোচিত করতে একটি লিফলেট ও নিষিদ্ধ বই সরবরাহ করছিল। এসময় কলেজ ছাত্রলীগ আহবায়ক সাইফুল ইসলাম রাজিমের নেতৃতে ছঅত্রলীগ নেতারা তাদের নিষিদ্ধ বইসহ আটক করে পিটুনী দেয়। এসয় বিএমএ’র কোষাধ্যক্ষ ও স্বাচিপ নেতা ডাঃ এহসানুল কবির জসলুলের দেয়া মেধাবী শিক্ষার্থীদের দেয়া একটি ব্যাগের ভিতর লুকানো বেশ কিছু নিষিদ্ধ বই ও লিফলেট উদ্ধার করে। এনিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাছে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে।

(পিকেআর/পিবি/জুলাই ০২,২০১৫)