মাগুরা প্রতিনিধি : সোমবার সন্ধ্যায় বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাতে মাগুরা সদর উপজেলা ও শালিখা উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূ ও এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, সদর উপজেলার রাজারামপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৩) ও শালিখা উপজেলার নাঘোষা গ্রামের আল আমিন লস্করের স্ত্রী সাফিয়া খাতুন (২২)। এছাড়া আহত হয়েছেন আরো একজন।

সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সন্ধ্যায় বৃষ্টিপাতের সময় সাব্বির হোসেন ও তার ভাই তোহা ঘরের বারান্দায় বসে ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। দ্রুত তাদের সদর হাসপাতালে আন‍ার কিছুক্ষণ পর সাব্বিবের মৃত্যু হয়। তার ভাই তোহা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে, শালিখা উপজেলার তালখড়ি ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সময় সাফিয়া খাতুন গোয়ালঘরে গরু ওঠানোর সময় বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

(ওএস/অ/মে ১৯, ২০১৪)