ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির অতিথি কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার গ্রামীনফোন ও প্রথম আলোর যৌথ আয়োজনে আই-জেন ২০১৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল নয়টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ১৬টি বিদ্যালয়ের ১০৫ জন শিক্ষার্থী তথ্যপ্রযুক্তি নিয়ে আইকিউ টেস্ট, সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা নিয়ে প্রকল্প উপস্থাপন এবং আইকিউ প্রতিযোগিতায় অংশ নেয়।

সেরা বিদ্যালয় নির্বাচিত হয় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সানজানা স্বপ্নীল, নূর বিনতে মোরশেদ, তাসনিহা খান, জাকিয়া মুনিরা মীম, মাহিমা মোস্তফা নওমি আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহনের ইয়েস কার্ড পায়।

সেরাদের হাতে আই-জেনের ইয়েস কার্ড তুলে দেন প্রথম আলো ঝালকাঠি প্রতিনিধি এ্যাড. আক্কাস সিকদার ও বন্ধুসভার সভাপতি মো. শাহীন আলম। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঝালকাঠি সরকারি কলেজের ইংরেজী বিষয়ের অতিথি প্রভাষক মো. জাহাঙ্গীর আলম।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বন্ধুসভার যোগাযোগ সম্পাদক তাপস হালদার ও ঝালকাঠি বন্ধুসভার সাবেক সভাপতি মো. আফজাল হোসেন।

(এএম/পিএস/জুলাই ০২, ২০১৫)