নিউজ ডেস্ক : ২০০৫ সালের পর এই প্রথমবার ফেসবুক তাদের লোগো পরিবর্তন করলো। নতুন লোগো আগেরটির সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি করা হয়েছে। এতে শুধু ওয়াডমার্কে পরিবর্তন আনা হয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যা নেক্সট ওয়েব জানিয়েছে, ফেসবুক ব্যান্ডকে আরও যুগোপযোগী করার জন্য লোগো পরিবর্তন করা হয়েছে। তবে ফেসবুকের অন্য কোনো ফিচারে পরিবর্তন আনা হয়নি।

ফেসবুকের ক্রিয়েটিভ ডিরেক্টর জোশ হিগ্গিন্স জানিয়েছেন, ফেসবুককে আর আধুনিক ও যুগোপযোগী করা এবং ব্যবহারবান্ধব করার জন্য লোগোতে পরিবর্তন করা হয়েছে। নতুন লোগো আরও আকর্ষণীয় হয়েছে।

(ওএস/পি/জুলাই ০২, ২০১৫)