দিনাজপুর প্রতিনিধি : ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবারও হিলি স্থলবন্দরে হরতাল ডেকেছে ব্যবসায়ীরা।

একই দাবিতে সোমবারও হরতাল পালন করে তারা। এতে অচল হয়ে পড়েছে হিলি স্থলবন্দর এলাকা।

এদিকে হিলি স্থলবন্দরে ঢোকার অপেক্ষায় ভারতীয় অংশে পণ্য বোঝাই প্রায় দুই হাজার ট্রাক দাঁড়িয়ে আছে।

হিলি স্থলবন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন এই হরতাল ডেকেছে।

এ ব্যাপারে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল-অবরোধ চলতে থাকবে।

তিনি জানান, তাদের তিন দফা দাবি হল- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হয়রানি বন্ধ, আমাদানি করা পণ্যে বিজিবির সিল না মারা ও বিজিবির–৩ ব্যাটালিয়নের অধিনায়ককে অপসারণ করা।

এ ব্যাপারে হিলি স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী জানান, অবরোধ ও হরতালের কারণে আমদানি-রফতানি বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

(ওএস/এইচআর/মে ২০, ২০১৪)