মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলায় ছিনতাইকারীরা দেড় লাখ টাকাসহ একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে। সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় ছিনতাইকারীদের হামলায় মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছেন।

আহতরা হলেন- মোটরসাইকেলের মালিক মহিষাখোলা গ্রামের জালাল উদ্দীন (৫২), ধানখোলা গ্রামের হারেজ উদ্দীনের ছেলে বশির উদ্দীন (৪৫) ও গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের খলিলুর রহমান (৫০)। তারা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত জালাল উদ্দীন বলেন, রাত ১২টার দিকে আমরা মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলাম। পথে গাংনী-ধানখোলা সড়কের কাছে একটি মাঠের মধ্যে থেকে ৮/১০ জন ছিনতাইকারী আমাদের পথরোধ করে।

অস্ত্রের মুখে তারা মোটরসাইকেল, ও কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। আমরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে ছিনতাইকারীরা হাতে থাকা অস্ত্র দিয়ে আমাদের বেদম মারধর করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেন। তিনি জানান, এ ব্যাপারে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

(ওএস/জেএ/মে ২০, ২০১৪)