বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় সরকারের ‘জাটকা সংরক্ষণ, বিকল্প কর্মসংস্থান এবং গবেষণা প্রকল্প’র মাধ্যমে জেলেদের বিনামূল্যে ইলিশ ধরা জাল বিতরণ করা হয়েছে। জাটকা আহরণ থেকে বিরত থাকার জন্য বিকল্প কর্মসংস্থান হিসেবে উপজেলার ১৫০ জন জেলের মাঝে এই জাল বিতরণ করা হয়।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাল বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অতুল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন লিটন, আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক রফিুকল ইসলাম কালাম, মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ইয়াকিন আলী শেখ ও শরণখোলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান।
মৎস্য বিভাগ সূত্র জানিয়েছে, এই উপজেলার তালিকাভুক্ত মোট দুই হাজার ২৮৫ জন কার্ডধারী জেলে রয়েছে। এর মধ্য থেকে প্রথম পর্যায় ১৫০ জনকে এই জাল দেয়া হয়। পর্যায়ক্রমে বাকিদেরও দেয়া হবে বলে। এছাড়া, এই প্রকল্পের মাধ্যমে তালিকাভুক্ত ওই দুই হাজার ২৮৫ জন জেলের প্রত্যেককে ৪০কেজি করে চাল দেয়া হয়। জাটকা আহরণ নিষিদ্ধকালীণ মৌসুমের ৪ মাস তাদেরকে এই খাদ্য সহায়তা দিচ্ছে সরকার।

(একে/পিবি/জুলাই ০৪,২০১৫)