গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকরের সাহেবগঞ্জ ইক্ষু খামারের অধিগ্রহণ কৃত ১হাজার ৮ শ ৪০ একর জমি ফেরত প্রদানের দাবীতে শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানা চৌমাথা মোড়ে ওই এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচী পালন করে।  মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ ইক্ষু খামারের ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি শাকিল আকন্দ বুলবুল, সাধারন সম্পাদক শাহজাহান আলী। শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, ১৯৫৩ সালে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকল প্রতিষ্ঠার সময় কাটাবাড়ি ইউনিয়নের সাহেবগঞ্জে ১হাজার ৮ শ ৪০ একর জমি অধিগ্রহণ করে চিনিকলের ইক্ষু খামার তৈরি করা হয়। বর্তমানে এই ইক্ষুখামারে জমির মালিকদের শর্ত ভঙ্গ করে লীজ দিয়ে ইক্ষুর পরিবর্তে আলু, বেগুন, ধান, তামাক চাষ করা হচ্ছে। তাই শর্ত ভঙ্গ করায় জমির মালিক ও তাদের বংশধররা তাদের জমি ফেরতের দাবি জানিয়েছে।



(এসআরডি/এসসি/জুলাই০৪,২০১৫)