রাজশাহী প্রতিনিধি : রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভিতরে মোহাম্মদ জনি (২১) নামে এক হাজতি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার ভোর ৫টার দিকে কারগারের একটি গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেন তিনি। দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনী মহানগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকার মুক্তার ভুট্টুর ছেলে। গত ২৭ জুন রাজপাড়া থানায় দায়েরকৃত একটি চুরি মামলার (৪৮ নম্বর) আসামি তিনি। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, জনি কারগারের মহানন্দ ওয়ার্ডের ৪ নম্বর কক্ষে ছিলেন। ভোরে বাথরুমে যাওয়ার কথা বলে বের হয়ে জাম্বুরার গাছের ডালের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেন তিনি। দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের পকেট থেকে একটি তালাকনামা উদ্ধার করা হয়েছে। যেটি তার স্ত্রী তাকে দিয়েছে। এসব কারণে জনি আত্মহত্যা করে থাকতে পারে বলে জানান জেলার।

এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও তিনি জানান।

(ওএস/এএস/জুলাই ০৫, ২০১৫)