সিলেট প্রতিনিধি : ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনার জের ধরে সিলেট নাসিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে কলেজের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।


সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক তন্ময় ভট্টচার্য জানান, সার্বিক বিষয় বিবেচনা করে নাসিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এর আগে হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে দুদিন ধরে আন্দোলন করছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

(ওএস/এইচআর/মে ২০, ২০১৪)