দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি খেয়া ঘাট থেকে  ৩০ বোতল ফেনসিডিলসহ দুই সহোদর গ্রেফতার হয়েছে শনিবার সন্ধ্যা ৭.৩০মি.।

দুর্গাপুর থানার ওসি মো. রেজাউল ইসলাম খাঁন জানান, শনিবার রাতে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে। এরা হলো-উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেব পাড়া গ্রামের মৃত আদম আলীর পুত্রদ্বয় (১) মো. জালাল মিয়া, (২) মো. শামছুল হক।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে শনিবার রাত ০৭.৩০ মি. বিরিশিরি ইউনিয়নের চৈতাটি খেয়া ঘাট থেকে দুই সহোদরকে ৩০ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে রবিবার দুর্গাপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত দুজনকেই নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করেন।

(এনএস/এএস/জুলাই ০৫, ২০১৫)