স্পোর্টস ডেস্ক, ঢাকা : মাত্রই কিছুদিন আগে ওয়ানডে এবং টি২০ ক্রিকেটের নিয়মে পরিবর্তন আনে আইসিসি। বলা হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই প্রবর্তিত হবে সেই নিয়মের। কথা অনুসারেই মিরপুরে বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজে চালু করা হলো নতুন নিয়মের এবং প্রথম ফ্রি হিট এলো মুস্তাফিজের বল থেকেই।

১৫তম ওভারের খেলা চলছিল তখন। ৩য় বল করতে আসলেন মুস্তাফিজুর রহমান। কোমরের ওপরে ফুলটস দেন তিনি। ফলে আম্পায়ার নো বল ডেকে বসেন। সুতরাং নতুন নিয়মে প্রথম নো বল এবং প্রথম ফ্রি হিট হয়ে গেলো এই ম্যাচ থেকেই। যদিও এই ফ্রি হিট থেকে ডু প্লেসি নিতে পারলেন মাত্র ১টি রান।

পুরনো নিয়মে ছিল, বোলার বল করার সময় লাইন অতিক্রম করলেই কেবল ফ্রি হিটের কল করতে পারবেন আম্পায়ার। নতুন নিয়মে কোন শর্ত নেই। নো বল হলেই পরের বলে ফ্রি হিট। নতুন নিয়মে তাই প্রথম ফ্রি হিটের স্বাক্ষী হয়ে গেলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০ ম্যাচ। এবং এই ফ্রি হিট থেকে প্রোটিয়ারা নিতে পেরেছে মাত্র ১ রান।

(ওএস/পি/জুলাই ০৫, ২০১৫)