স্পোর্টস ডেস্ক, ঢাকা : কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির কাছে হেরে গেলেও ফিফা র‌্যাংকিংয়ে জার্মানিকে টপকে শীর্ষস্থানে উঠে এলো লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মেসিদের এক নম্বরে জায়গা করে দিতে গিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল। এছাড়া বেলজিয়াম রয়েছে তৃতীয় স্থানে।

র‌্যাংকিংয়ের চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কলম্বিয়া ও নেদারল্যান্ড। কোপা আমেরিকা জিতলেও শীর্ষ দশে জায়গা হয়নি চিলির। শীর্ষ দশে চমক বলতে গ্যারেথ বেলের ওয়েলশ। প্রথমবারের মতো ওয়েলশ উঠে এলো শীর্ষ দশে (দশম)। এছাড়া ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম স্থাগুলোতে রয়েছে যথাক্রমে ব্রাজিল, পর্তুগাল, রোমানিয়া ও ইংল্যান্ড।

(ওএস/পি/জুলাই ০৫, ২০১৫)